সিটিজেন চার্টার
ভূমিকা : স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহকে কারিগরী সহায়তা প্রদান, পলস্নী ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও রÿনাবেকÿনসহ ÿুদ্রাকার পানি সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরম্নত্বপূর্ন অবদান রাখছে। একটা সময় ছিল যথন বাংলাদেশ গ্রামীণ এলাকার যোগাযোগ অবকাঠামো ছিল অত্যমত্ম নাজুক। আজ এলজিইডি’র মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দেশের সর্বত্র গ্রামীণ যোগাযোগের ÿÿত্রে এক বৈপস্নবিক পরিবর্তন এসেছে। আজ গ্রামের উৎপাদিত ফসল বাজারযাত করন ও পরিবহন সুবিধা বৃদ্ধি পেয়ে কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চত হচ্ছে। এ ছাড়াও পরিবেশেষ ভারসাম্য সংরÿন ও দারিদ্র বিমোচনের লÿÿ্য সরকারের জাতীয় কর্মসূচী বাসত্মবায়নে ও এলজিইডি গুরম্নত্বপূনৃ ভূমিকা পালন করছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থয়নে ও উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় এলজিইডি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচী বাসত্মবায়ন করছে।
সিটিজেন চার্টার হল জনগনের সেভা পাওয়ার অধিকারের লিখিত সনদ। এর মাধ্যমে জনসাধারনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে বিদ্যমান সেবাসমুহের মান উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। সিটিজেন চার্টারের মাধ্যমে সেবা গ্রহসকারীদেরে যথাসময়ে সেবা প্রদান নিশ্চিতকরা হয়। সেবা প্রদানকারী কর্তৃপÿÿর কর্মকান্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রশাসনের গতিশীলতা বৃদ্ধি পায়। সিটিজেন চার্টারের মাধ্যমে সেবা গ্রহনকারী ও প্রদানকারীর মধ্যে পারস্পারিক আস্থা্ বৃদ্ধি পায়।
এলজিইডি’র মূখ্য দায়িত্ববলী :
· পলস্নী ও নগর অঞ্চলে অবকাঠামো উন্নয়নের লÿÿ্য পরিকল্পনা প্রণয়ন, বাসত্মবায়ন ও পরিবীÿণ :
· পলস্নী অবকাঠামো / হাটবাজার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, বাসত্মবায়ন ও পরিবীÿণ :
· পলস্নী অবকাঠামো রÿনাবেÿণ :
· গ্রোথ সেন্টার / হাটবাজার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, বাসত্মবায়ন ও পরিবীÿণ :
· ইউনিয়ন উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভাকে কারিগরী সহায়তা প্রদান :
· ইউনিয়ন উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভা পস্নান বুক, ম্যাপিং ও সড়ক এবং সামাজিক অবকাঠামোর ডাটাবেজ প্রস্ত্ততকরন:
· ÿুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন পরিকল্পনা, বাসত্মবায়ন ও পরিবীÿন :
· বিভিন্ন মন্ত্রনালয়ের অবকাঠামো উন্নয়ন কর্মসুচী বাসত্মবায়ন ও পরিবীÿণ :
· জনপ্রতিনিধি, উপকারভোগী , ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিকদলসমুহের সংশিস্নষ্ট উন্নয়ন কর্মকান্ডে প্রশিÿণ:
· ডিজাইন ও অন্যান্য কারিগরী মডেল, ম্যানুয়েল ও স্পেসিফিকেশন প্রণয়ন :
· এলজিইডি’র কর্মকর্তা/ কর্মচারীদের প্রশিÿনের মাধ্যমে দÿতা বৃদ্ধি :
এলজিইডি’র খাতওয়ারী প্রধান প্রধান কর্মকতান্ড :
গ্রামীণ অবকাঠামো | নগর অবকাঠামো | ÿুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন |
· সড়ক নির্মান / পুননির্মান/ পুনর্বাসন · ব্রিজ/ কালভার্ট নির্মান/ পুননির্মান · গ্রোথ সেন্টার / হাট বাজার উন্নয়ন · ঘাট / জেটি নির্মান · ইউনিয়ন পরিষদ কমপোলক্স ভবন নিমান · উপজেলা পরিষদ কমপেস্নক্স ভবন নির্মান · ঘূর্নিঝড় / বন্যা আশ্রয়কেন্দ্র নির্মান/ পুননির্মান · বৃÿ রোপন কর্মসূচী · কৃষি, মৎস্য ও পশু সম্পদ উন্নয়ন · অবকাঠামো রÿনাবেÿণ · | · সড়ক ফুটপাত নির্মান/ পুননির্মাণ · নর্দমা নির্মান/ পুননির্মান · বাস/ ট্রাক টার্মিনাল নির্মান · বাজার উন্নয়ন · টাউন সেন্টার নিমা্র্ন · স্যানেটারী ল্যাট্রিন নির্মান · টিউবওয়েল স্থাপন · ÿুদ্র- ঋন কর্মসুচী · বর্জ্য ব্যবস্থাপনা · বসিত্ম উন্নয়ন কার্যক্রম · নগর পরিচালনা উন্নতিকরন · দারিদ্র বিমোচন · নগর প্রশাসনের সÿমতা বৃদ্ধি | · বাঁধ নির্মাণ · সস্নুইচ গেট নির্মাণ · রাবার ড্রাম নির্মাণ · খাল খনন ও পুন:খনন · বন্যা নিয়নত্রন, বাঁধ নির্মাণ / পুন:নির্মান · স্থানীয় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিকে (পাবসস) বিভিন্ন কারিগরী ও জীবিকা উন্নয়নে সহায়তা প্রদান
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস